টানা তিন ম্যাচ হারের ব্যর্থতা নিয়ে খালেদ মাহমুদ সুজনের ঢাকা ক্যাপিটালস এখন সিলেটে। আজ দুপুর দেড়টায় পয়েন্ট টেবিলের শীর্ষ দল রংপুর রাইডার্সের বিরুদ্ধে খেলবে ঢাকা। সিলেট আউটার স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের দ্বন্দ্ব নিয়ে কথা বলেন। বিসিবির দুই প্রভাবশালী কর্তার সম্পর্কের ফাটলে ব্যথিত হয়েছেন বিসিবির সাবেক পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ। মেনে নিতে পারেননি এ দ্বন্দ্ব। অবশ্য বিসিবি সভাপতি ফারুক আহমেদ মিডিয়ার মুখোমুখিতে ইঙ্গিত দিয়েছেন, তার সঙ্গে নাজমুল আবেদীনের সম্পর্ক এখন ভালো। কিন্তু ক্রিকেটপাড়ায় গুঞ্জন, দুজনের সম্পর্ক ক্রমশ জটিল হচ্ছে। সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছিল কিছুদিন আগে বিসিবি সভাপতির একটি মন্তব্য নিয়ে। এরপর একটি বেসরকারি টিভি চ্যানেলকে কথা বলেন পরিচালক নাজমুল আবেদীন। বিসিবি সভাপতি সেটার ব্যাখ্যাও দেন। গতকাল বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ দুজনের সম্পর্কের অবনতি নিয়ে বলেন, ‘কালকের (গত পরশু) একটা ঘটনা দেখলাম ফারুক ভাই ও ফাহিম ভাইয়ের (নাজমুল আবেদীন) দ্বন্দ্ব। এটা ব্যথা দেয় যে, দুজনই সাবেক ক্রিকেটার। তাদের কেন ইগো সমস্যা হবে! তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্যই আসছেন। তারা যখন আসছেন, তখন তো অনেক কমিটমেন্ট করেছেন, আমি দেখেছিলাম। বিশেষ করে ফাহিম ভাই তো অনেক ইন্টারভিউ দিয়েছিলেন। সুদূর প্রসারী পরিকল্পনা করছেন, চিন্তা করেছেন। সেগুলো আমি এখন দেখছি না। আমি দেখছি লোভ-লালসার মতো হয়ে যাচ্ছে, আমি অপারেশন্স (ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান) না পেলে কাজ করব না, পদত্যাগ করব। এটা তো স্রেফ লোভ-লালসা!’ তিনি আরও বলেন, ‘এই লোভ-লালসা কেন তাদের মধ্যে আসে? আমার ক্রিকেট অপারেশন্সই নিতে হবে কেন? আমি যদি অন্য কমিটির চেয়ারম্যান হই, ওখানে সার্ভ করতে পারব না কেন? কেন, উনি কি ক্রিকেট অপারেশন্সের মাস্টার? উনার আগে তো আকরাম ভাই মাস্টার। উনি চাইতে পারে। কারণ আকরাম ভাই বাংলাদেশের সাবেক সফল অধিনায়ক এবং অপারেশন্স চেয়ারম্যানও ছিলেন। তাহলে উনি (নাজমুল আবেদীন) কেন বলছেন যে, অপারেশন্স ছাড়া হবেই না! এটা তো ইগোর ব্যাপার হয়ে যাচ্ছে। ফারুক ভাই-ফাহিম ভাই, আমার মনে হয় ইগোর সমস্যা। সত্যি কথা বলছি, এটা কী হচ্ছে আই ডোন্ট নো।’ সাবেক পরিচালক মনে করেন, নিজেদের মধ্যে আলোচনা করে নাজমুল আবেদীনের পদত্যাগ করা।
শিরোনাম
- ইউনূস-মোদি বৈঠক বাংলাদেশের জন্য ইতিবাচক : গোলাম পরওয়ার
- গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হোক : সালাউদ্দিন আহমেদ
- মার্কিন শুল্কারোপ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : খলিলুর রহমান
- পাঞ্জাবকে বড় ব্যবধানে হারালো রাজস্থান
- চেন্নাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি
- মিডিয়া সংস্কারে কার স্বার্থে একচোখা সুপারিশ
- গাজীপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
- শাহবাগে ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে
- শাহবাগে ফুলের দোকানে আগুন
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ইয়াসিনের পরিবারের পাশে তারেক রহমান
- শুল্ক ইস্যুতে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা
- ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের জিহাদের আহ্বান জানিয়ে ফতোয়া জারি
- যথাসময়ে আমরা নির্বাচন আদায় করে নেব : ইশরাক
- শরীরে একাধিক কোপ, ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
- অক্টোবরেই অচল ২৪ কোটি কম্পিউটার, বিকল্প কী?
- যৌন হেনস্তার অভিযোগে ‘স্কুইড গেম’ তারকার সাজা
- বিমসটেক শীর্ষ সম্মেলনে যেসব সিদ্ধান্ত গৃহীত
- মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
- মেক্সিকোতে প্রথম এইচ৫এন১ বার্ড ফ্লু রোগী শনাক্ত
- ধর্ষণের শিকার জমজ দুই বোনকে আইনি সহায়তা প্রদানের দায়িত্ব নিলেন তারেক রহমান
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫
আপডেট:
০৩:১৫, মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫
ফারুক-নাজমুল দ্বন্দ্বে ব্যথিত খালেদ মাহমুদ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর