রাশিয়ার এক সিরিয়াল কিলার যাকে ৪৮টি খুনের জন্য ২০০৭ সালে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তিনি আরও ১১ খুনের কথা স্বীকারের জন্য প্রস্তুত বলে জানিয়েছে রাশিয়ার পেনাল পরিষেবা।
আলেকজান্দর পিচুশকিন (৫০) মস্কোর দক্ষিণাংশের বিশাল সবুজ অঞ্চল বিথস্কি পার্ক এলাকায় প্রায়ই গৃহহীন, মদ্যপ এবং বয়স্ক ব্যক্তিদের তার শিকারে পরিণত করতেন। তার এসব হত্যাকাণ্ড ১৯৯২ থেকে শুরু করে ২০০৬ পর্যন্ত স্থায়ী হয়।
রাশিয়ার গণমাধ্যমে তিনি ‘চেসবোর্ড কিলার’ নামে পরিচিত হয়ে ওঠেন। কারণ ধরা পড়ার পর এক স্বীকারোক্তিতে তিনি গোয়েন্দাদের বলেছিলেন, তিনি আশা করেছিলেন যে তার প্রত্যেকটি শিকারের জন্য দাবার বোর্ডের (চেসবোর্ড) ৬৪ ছকের প্রত্যেকটিতে একটি করে কয়েন রাখবেন।
সাজা পাওয়ার পর থেকে পিচুশকিন রাশিয়ার দূরবর্তী আর্কটিক উত্তরাঞ্চলের পোলার আউল কারাগারে বন্দি আছেন। শনিবার টেলিগ্রাম অ্যাপে প্রকাশিত এক বিবৃতিতে রাশিয়ার পেনাল পরিষেবা জানিয়েছে, পিচুশকিন তদন্তকারীদের বলেছেন তিনি আরও ১১ নারী ও পুরুষকে খুন করার কথা তদন্তকারীদের জানানোর জন্য প্রস্তুত আছেন।
পিচুশকিন যেসব খুনের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন দীর্ঘদিন ধরেই তার বাইরে আরও খুনের সন্দেহভাজন হিসেবে আছেন। বিচার চলাকালে তিনি তিনি দাবি করেছিলেন, তিনি ৬৩ জনকে হত্যা করেছেন। কিন্তু সরকার পক্ষের কৌঁসুলিরা তার বিরুদ্ধে শুধু ৪৮টি খুন ও তিনটি খুনের চেষ্টার অভিযোগ এনেছিল।
অতিরিক্ত খুনগুলোর জন্য দোষী সাব্যস্ত হলে পিচুশকিন হবেন রাশিয়ার নথিবদ্ধ দ্বিতীয় শীর্ষ সিরিয়াল কিলার। রাশিয়ার শীর্ষ সিরিয়াল কিলার সাবেক পুলিশ সদস্য মিখাইল পপকোভ ৭৮টি খুনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
তথ্য সূত্র - রয়টার্স।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ