যোগ্য শিক্ষকদের চাকরি যেতে দেব না। পাশে দাঁড়িয়ে তাঁদের হারানো সম্মান, মর্যাদা ফিরিয়ে দেব। এ মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর অভিমত ‘তাঁদের হয়ে কথা বলার জন্য আমাকে কারাগারে ভরে দেওয়া হতে পারে। কিন্তু আই ডোন্ট কেয়ার।’ দুর্নীতির অভিযোগে সম্প্রতি ভারতের শীর্ষ আদালতের নির্দেশে চাকরি যায় পশ্চিমবঙ্গের প্রায় ২৬ হাজার শিক্ষকের। ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল করে দেন। তাতে বলা হয়, ‘স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মাধ্যমে চাকরি পাওয়া যোগ্য ও অযোগ্য ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও অশিক্ষকের চাকরি বাতিল হলো।’ সে প্রসঙ্গেই গতকাল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেসব বঞ্চিত শিক্ষকের তরফে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মুখ্যমন্ত্রীর এ মন্তব্য। চাকরি যাওয়া যোগ্য শিক্ষকদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এখানে উপস্থিত সমস্ত বঞ্চিত, যাঁরা একটা কলমের খোঁচায় জীবনটা সংকটের মধ্যে এনে দাঁড় করিয়েছেন। ভাববেন না আমরা এটাকে ভালোভাবে মেনে নিতে পেরেছি। আপনাদের শোকে আমাদের হৃদয়ও পাথর হয়ে গেছে।
আমাদের শরীরে রক্ত যেমন আছে, মাংসও আছে। আমাদের হৃদয়ে কিন্তু পাথর নেই এবং তাই এ কথা বলার জন্য আমাকে জেলে ভরে দেওয়া হতে পারে। কিন্তু আই ডোন্ট কেয়ার। আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল-সে লাল, কি সাদা, কি হলুদ, কি সবুজ-আমার দেখার দরকার নেই। তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহংকার, মর্যাদা, অস্তিত্ব, সম্মান সবকিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না।’
আগামী দুই মাস চাকরিচ্যুত যোগ্য শিক্ষকদের বিকল্প পথের সন্ধানও দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আপনাদের ভিক্ষা করে খেতে হবে না। যাঁরা যোগ্য প্রার্থী তাঁরা নিশ্চিন্তে থাকুন, আমাদের ওপর আস্থা রাখুন, আপনারা চাকরি পাবেনই। আপনাদের চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। সে ক্ষেত্রে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে যান এবং ভলান্টারি সার্ভিস দিতে থাকুন, বাচ্চাদের শিক্ষা দিন। তা না হলে আমার শিক্ষা ক্ষেত্রটাই পুরো ভেঙে পড়বে। শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে না।’