স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে দেখতে পাচ্ছি, রাজনৈতিক নেতৃবৃন্দ বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। জুলাই গণ অভ্যুত্থান-পরবর্তী দেশের জনগণ
সব দিকে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। আমি আশা করব, আপনারা আরও মার্জিত ও ভদ্রোচিত বক্তব্য দেওয়ার চেষ্টা করবেন।’ গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্থানীয় সরকার দিবস’ উদ্যাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, জনগণের সেবা নিশ্চিত করাই স্থানীয় সরকার বিভাগের অন্যতম প্রধান লক্ষ্য। এ মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। আমি মনে করি, অন্তত পক্ষে সিটি করপোরেশন নির্বাচন হয়ে যাওয়া উচিত। এতে করে মানুষজন দৈনন্দিন যে সমস্যার সম্মুখীন হচ্ছেন- তা থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। সজীব ভূঁইয়া বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদী শাসনব্যবস্থার সময়ে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে দুর্নীতি ও ফ্যাসিবাদের করাল থাবায় নষ্ট করা হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দুর্নীতির দীর্ঘ প্র্যাকটিসের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে। নতুন আঙ্গিকে স্থানীয় সরকার বিভাগ গড়ে তোলা হবে উল্লেখ করে তিনি আরও বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করার আমাদের যে সাংবিধানিক অঙ্গীকার, তা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কাজ করে যাচ্ছে। সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে নতুন আঙ্গিকে স্থানীয় সরকারকে গড়ে তুলতে পারব।