এপার বাংলা-ওপার বাংলা। দুই বাংলার মাঝে কাঁটাতারের বেড়া থাকলেও আশা, ভাষা, সংস্কৃতির মধ্যে একটা মেলবন্ধন বরাবরই আছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই ঢাকাই ছবির তারকারা কলকাতার ছবিতে অভিনয় শুরু করেন। সেই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে ওপারে এপার বাংলার সবচেয়ে জনপ্রিয় নাম জয়া আহসান। নিজের অভিনয় দক্ষতা দিয়ে মুগ্ধতা তৈরি করেই চলেছেন এই অভিনেত্রী। বেড়েই চলেছে প্রাপ্তিও। সেই ধারাবাহিকতায় এবার ভারতের ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন অভিনেত্রী জয়া আহসান। সোমবার কলকাতায় এই অ্যাওয়ার্ড তাঁর হাতে তুলে দেওয়া হয়। এর আগে অভিনয়ের জন্য তিনি কলকাতায় একাধিক ফিল্মফেয়ার জিতেছেন। টালিউড সিনেমায় কাজের সুবাদে এবার মনোনয়ন তালিকায় স্থান পেয়েছিলেন বাংলাদেশের অভিনয় শিল্পী জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। অরিন্দম শীলের পরিচালনায় ‘আবর্ত’ সিনেমা দিয়ে কলকাতায় শুভসূচনা জয়ার। এরপর এক ডজনেরও বেশি ছবিতে ওপারে অভিনয় করেন জয়া। ২০২২ সালে ‘বিনিসুতোয়’ চলচ্চিত্রের জন্য জয়া আনন্দলোক সেরা অভিনেত্রী সম্মাননা অর্জন করেন। কৌশিক গাঙ্গুলির ‘বিসর্জন’-এ অভিনয় তাঁকে এনে দেয় শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র পুরস্কার, জি সিনে পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার, পূর্ব বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পুরস্কার এবং আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র সমালোচক পুরস্কার। ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’-এর আসরে পুরস্কার জিতে নেন এই বাংলাদেশি তারকা। কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ ছবিতে অনবদ্য অভিনয়ের কারণে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হন জয়া। কলকাতায় ‘বাবা কেন চাকর’ ছবি দিয়ে ওপার বাংলার ইন্ডাস্ট্রিতে তুমুল জনপ্রিয়তা পান রাজ্জাক। এরপর তিনি কাজ করেন ‘অন্নদাতা’, ‘জন্মদাতা’ ছবিগুলোয়। ববিতা ছিলেন ঢাকাই সিনেমার প্রথম অভিনেত্রী, যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশি চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করেছিলেন ১৯৭৪ সালে মুক্তি পাওয়া সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ ছবির মাধ্যমে। ১৯৭৬ সালে টালিগঞ্জে নির্মিত রাজেন তরফদার পরিচালিত ‘পালংক’ ছবিতে অভিনয় করেন আনোয়ার হোসেন। এ ছাড়াও জনপ্রিয়তার শীর্ষে ছিলেন শাকিব খান এবং ফেরদৌস। ১৯৯৮ সালে বাসু চ্যাটার্জি পরিচালিত ‘হঠাৎ বৃষ্টি’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন ফেরদৌস। এরপর তিনি সেখানে অর্ধশতের মতো চলচ্চিত্রে অভিনয় করেন। কলকাতার সিনেমার ইতিহাসে ব্যবসা সফল শীর্ষ দশ সিনেমার তালিকায় জায়গা করে নেয় এপারের শাকিব খানের ‘নবাব’। ভারতের মাটিতে নবাবের আয় ৯ কোটি ১০ লাখ রুপি আর সাড়ে ৫ কোটি রুপি আয় করে ২২ নম্বরে আছে শিকারী। তার অভিনীত ‘শিকারী’, ‘নাকাব’, ‘চালবাজ’, ‘ভাইজান এল রে’ সিনেমাগুলো কলকাতার দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় করেছে তাঁকে। কলকাতায় শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘চালবাজ’, ‘ভাইজান এলো রে’, ‘নাকাব’-এ চলচ্চিত্রগুলোর ব্যবসা, দর্শকদের চাহিদা, সহশিল্পী সবকিছু বিবেচনা করে ‘কলকাতা টাইমস’ সেরা ২০ তারকার মধ্যে ১৮-তে স্থান দিয়েছে ঢালিউড কিংকে। এর মাধ্যমে ‘কলকাতা টাইমস মোস্ট ডিজায়ারেবল ম্যান’-এ সেরা ২০ জন তারকার তালিকায় প্রথম এলো কোনো বাংলাদেশি অভিনেতার নাম। এপারের অভিনেত্রী সোহানা সাবা ওপারে প্রথম অভিনয় করেন ‘এপার ওপার’ সিনেমায়। এরপর অভিনয় করেছেন ‘ষড়রিপু’ সিনেমায়। অয়ন চক্রবর্তী পরিচালিত ‘ষড়রিপু’ দর্শকসহ সেখানকার সিনেমা সমালোচকদের মনোযোগ কেড়েছে। ওপারের ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ ছবির মাধ্যমে জ্যোতির অভিষেক হয়েছিল টালিউডে। ঢালিউড নায়িকা বিদ্যা সিনহা মিম কলকাতায় সঞ্জয় সমদ্দরের ‘মানুষ’ সিনেমায় অভিনয় করেছেন। ওপার বাংলার কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। এরমধ্যে ‘ভয়’; ‘ইন্সপেক্টর নটি কে’ ও ‘বিবাহ অভিযান’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে ফারিয়াকে। অপু বিশ্বাস ওপার বাংলার মাত্র একটি সিনেমায় অভিনয় করেছেন। তাঁর অভিনীত সিনেমাটি ২০১৮-তে মুক্তি পেয়েছে। সিনেমার নাম ‘আজকের শর্টকাট’। এপারের মডেল অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি কলকাতার ‘গ্ল্যামার’ সিনেমায় অভিনয় করেছেন। পরীমণি অভিনয় করেছেন ওপারের ‘ফেলুবকশি’ ছবিতে। ছবিটি পরিচালনা করবেন দেবরাজ সিনহা। ববি কলকাতায় অভিনয় করেন জয়দীপ মুখোপাধ্যায়ের ‘রক্তমুখী নীলা’ সিনেমায়। কলকাতায় ঢাকার অভিনেত্রী তাসনিয়া ফারিনের সিনেমা ‘আরও এক পৃথিবী’ মুক্তি পায়। অতনু ঘোষ নির্মিত ছবিটি প্রশংসা পেয়েছিল বেশ। এই ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ পুরস্কার পেয়েছেন তাসনিয়া ফারিন। কলকাতার পাঁচটি সিনেমায় অভিনয় করেছেন মিথিলা। এগুলো হলো- ‘মায়া’, ‘ও অভাগী’, ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’, ‘মেঘলা’ ও ‘নীতিশাস্ত্র’। ‘ডিকশনারি’ নামের কলকাতার একটি সিনেমায় অভিনয় করেন মোশাররফ করিম। এটি মুক্তি পেয়েছে ২০২১ সালে। এরপর ব্রাত্য বসু নির্মিত মোশাররফ করিমের দ্বিতীয় সিনেমা ‘হুব্বা’ মুক্তি পায় ২০২৩-এ। কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। জিয়াউল ফারুক অপূর্ব পশ্চিমবঙ্গের সিনেমা ‘চালচিত্র’-এ অভিনয় করে প্রশংসিত হন। এখন এ ছবির সিক্যুয়েলেও অভিনয় করবেন তিনি। তারিন জাহান কলকাতার ‘এটা আমাদের গল্প’ সিনেমায় অভিনয় করেন। গত বছর ২৬ এপ্রিল পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটি নির্মাণ করেন মানসী সিনহা। ২০১৯ সালে রঞ্জন ঘোষের ‘আহা রে’ সিনেমার হাত ধরে টলিউডে অভিষেক ঘটে আরিফিন শুভর। এরপর ‘১৯শে এপ্রিল’ নামের আরও একটি ওপারের সিনেমায় অভিনয় করেন এই নায়ক। এ ছাড়া শাবানা, অঞ্জু ঘোষ, নূতন, চম্পা, রাইসুল ইসলাম আসাদ, আলমগীর, টেলিসামাদ, সৈয়দ হাসান ইমাম, সুভাষ দত্তসহ অনেকে অভিনয় করেছেন টালিগঞ্জের ছবিতে। কুড়িয়েছেন সুনামও।
শিরোনাম
- মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
- মেক্সিকোতে প্রথম এইচ৫এন১ বার্ড ফ্লু রোগী শনাক্ত
- ধর্ষণের শিকার জমজ দুই বোনকে আইনি সহায়তা প্রদানের দায়িত্ব নিলেন তারেক রহমান
- ৩২৯টি উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ
- ঈদের পঞ্চম দিনেও ‘দাগি’-‘জংলি’র দাপট অব্যাহত, আয় কত?
- আগৈলঝাড়ায় বসুন্ধরা শুভসংঘের মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণা শুরু
- বিএনপি নেতার বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ
- মেঘনা-তিতাসে অষ্টমী গঙ্গাস্নানে উপচেপড়া ভিড়
- কসবায় যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ
- সিলেটে টাকা ধার না দেওয়ায় যুবক খুন
- চট্টগ্রামে জেলেদের জালে মিলল বৃদ্ধার লাশ
- মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত
- লাশের গন্ধে ভারী মিয়ানমারের সাগাইংয়ের বাতাস
- এই মেয়েরাই সামনের দিনেও আমাদের পথ দেখাবে (ভিডিও)
- ফিলিস্তিনি জনগণের প্রতি পাকিস্তান সেনা কমান্ডারদের অকুণ্ঠ সমর্থন
- থানা থেকে পালিয়েও শেষ রক্ষা হলো না তরুণের
- পদ্মা নদীতে বেড়াতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
- অতিরিক্ত গরম ও হিটস্ট্রোক
- সাত দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, আতঙ্কে ইউক্রেনীয়রা
- বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র ভেবে ভারতকে সামনে এগোতে হবে : এ্যানি
ওপার বাংলায় জনপ্রিয় এপারের তারকারা
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর