খুশির ঈদ আসন্ন। আর এই ঈদের আনন্দ বাড়িয়ে দেয় হলে হলে স্টার-সুপারস্টারদের অভিনীত নতুন ছবি। ইতোমধ্যে ঈদের সিনেমা মুক্তির হিসাব শুরু হয়ে গেছে। ঈদে নায়কদের পাশাপাশি ভক্তরা তাকিয়ে আছেন নায়িকাদের হাড্ডাহাড্ডি লড়াই দেখতে। এবারের ঈদের সিনেমার নায়িকাদের খবরাখবর জানাচ্ছেন- পান্থ আফজাল
লম্বা সময় ধরে প্রতিবছর ঈদে নায়কদের লড়াই বলতে গেলে অনেকটাই একপেশে সুপারস্টার শাকিব খানের কারণে। তবে এবারের চিত্রটা ভিন্ন। শাকিব খানের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন সিয়াম, আদর আজাদ, আফরান নিশো ও সজলরা। আর তাদের সঙ্গে পাল্লা দিয়ে একঝাঁক নায়িকা একে অন্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পর্দায় হাজির হচ্ছেন। এদের মধ্যে রয়েছেন ইধিকা পাল, শবনম বুবলী, দীঘি, তমা মির্জা, সুনেরাহ্ বিনতে কামাল, নিকিতা নন্দিনী শিমু ও নুসরাত ফারিয়া।
আসন্ন ঈদে মুক্তির তালিকায় রয়েছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত শাকিব খান-ইধিকা পালের ‘বরবাদ’; এম রহিম নির্মিত সিয়াম-বুবলী-দিঘীর ‘জংলি’; জাহিদ জুয়েল পরিচালিত এবং আদর আজাদ-বুবলী অভিনীত ‘পিনিক’; শিহাব শাহীনের নির্মাণে আফরান নিশো-তমা মীর্জা-সুনেরাহ্ অভিনীত ‘দাগি’; শরাফ আহমেদ জীবন নির্মিত মোশাররফ করিম-নিকিতা নন্দিনী শিমু অভিনীত ‘চক্কর ৩০২’ এবং কামরুজ্জামান রোমানের ‘জ্বীন-৩, যেটিতে সজলের বিপরীতে রয়েছেন নুসরাত ফারিয়া।
সংশ্লিষ্ট তথ্য মতে, এই পাঁচটি সিনেমা এখন পর্যন্ত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড না পেরুলেও এগুলোর মুক্তি পাওয়াটা অনেকটা নিশ্চিত। আর এই পাঁচ সিনেমার মধ্য দিয়ে এবারের ঈদে লড়াইয়ে নামছেন দেশীয় ছয় নায়িকা। এদিকে ঢাকাই সিনেমার মেগা সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘বরবাদ’র ঈদে মুক্তি উপলক্ষে অফিসিয়াল টিজার রিলিজ পেয়েছে। সেখানে দুর্ধর্ষরূপে ধুন্দুমার অ্যাকশন হিরো হিসেবে দেখা গেছে মেগাস্টারকে। এতে তাঁর নায়িকা হিসেবে দেখা গেছে কলকাতার নায়িকা ‘প্রিয়তমা’-খ্যাত ইধিকা পালকে।
ফলে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমা দিয়ে দ্বিতীয়বারের মতো ঢাকাই সিনেমায় নায়িকা হয়ে দর্শকদের সামনে আসবেন ভারতীয় এই নায়িকা।
অন্যদিকে শবনম বুবলী গত ঈদেও নায়িকা হিসেবে রুপালি পর্দায় ছিলেন। বেশ প্রশংসাও কুড়িয়েছিলেন। এবারও তিনি ঈদের সিনেমার নায়িকা হয়ে আসছেন ‘জংলি’ দিয়ে। জংলি সিয়ামের বিপরীতে তিনি বড় চমক নিয়ে ঈদে হাজির হচ্ছেন। এ সিনেমায় ক্যামিও চরিত্রে সিয়ামের সঙ্গে প্রথমবারের মতো হাজির হচ্ছেন প্রার্থনা ফারদিন দীঘি।
নতুন খবর হলো- আদর আজাদের ‘পিনিক’ সিনেমা আসছে এই ঈদে, যেটি নির্মাণ করেছেন জাহিদ জুয়েল। এটিতে তাঁর বিপরীতে আছেন নায়িকা শবনম বুবলী। তার মানে বুবলী ফের দুটি সিনেমার নায়িকা হিসেবে পর্দায় হাজির হচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, অ্যাকশন থ্রিলার গল্পের এই সিনেমার শুটিং শেষ হয়েছে। চলছে এর এডিটিং ও কালারের কাজ। ঈদে মুক্তির তালিকায় রয়েছে শিহাব শাহীন পরিচালিত সিনেমা ‘দাগি’। এতে আফরান নিশোর নায়িকা হিসেবে আছেন দুজন। একজন তমা মীর্জা, অপরজন সুনেরাহ্ বিনতে কামাল।
গত বছর ঈদেই মুক্তির জন্য প্রস্তুত ছিল শরাফ আহমেদ জীবনের ‘চক্কর ৩০২’। কাজ গুছিয়ে আনতে না পারায় তখন মুক্তি পায়নি সরকারি অনুদানে নির্মিত ছবিটি। এবার জানা গেল, রোজার ঈদে মুক্তি পাবে ছবিটি। নির্মাতা জীবন বলেন, ‘শুরু থেকেই পরিকল্পনা ছিল বড় উৎসবে মুক্তি দেব। তাই রোজার ঈদ বেছে নিয়েছি আমরা।’ ‘চক্কর’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তাঁর বিপরীতে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু। ‘জ্বীন’ সিনেমার তৃতীয় সিক্যুয়াল মুক্তি পাচ্ছে এবারের ঈদে। নাম ‘জ্বীন থ্রি’। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটিতে নায়িকা হিসেবে আছেন নুসরাত ফারিয়া। অনেকটা বিরতির পর নায়িকা হিসেবে ঈদের সিনেমায় থাকছেন তিনি।
এদিকে সঞ্জয় সমদ্দারের সিনেমা ‘ইনসাফ’ এবারের ঈদে আসবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এই সিনেমায় শরিফুল রাজ ও মোশাররফ করিম অভিনয় করেছেন। আর তার নায়িকা হিসেবে আছেন তাসনিয়া ফারিণ। অন্যদিকে মিজানুর রহমান লাবু পরিচালনা করেছেন নতুন সিনেমা আতরবিবিলেন। এতে নায়িকা হিসেবে আছেন ফারজানা সুমী।
এ পর্যন্ত যদিও এই সিনেমাগুলোর নামই শোনা গেছে, তবে শেষ পর্যন্ত তালিকায় আরও কিছু নতুন সিনেমাও যুক্ত হতে পারে। সব মিলিয়ে বলা যায়, এবারের ঈদে বড়পর্দায় নায়কদের পাশাপাশি নায়িকাদের লড়াইটাও বেশ জমজমাটই হবে। তবে শেষ পর্যন্ত সেই লড়াইয়ে কে হাসবেন তা জানার জন্য থাকতে হবে অপেক্ষায় সিনেমাগুলো মুক্তি পাওয়া পর্যন্ত।