দেশের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এক দশকের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন। এ সময়ে তাঁকে বেশ স্বাস্থ্য সচেতন বলেই মনে হয়েছে। তবে এ সাবিলার পছন্দের খাবার নাকি ফাস্টফুড ও গরুর মাংসের কালা ভুনা। এক অনুষ্ঠানে ডায়েটের বিষয়ে জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, আমি চেষ্টা করি স্লিপিং মেইনটেইন করতে। আমার সেক্ষেত্রে ডায়েট মেইনটেইন করা হয় না। চেষ্টা করি একটু নিয়মিত হাঁটা সেইসঙ্গে ক্যাজুয়াল স্লিপিংটা মেইনটেইন করা। ফাস্টফুড কিংবা গরুর মাংস আমার খুব পছন্দ। বিশেষ করে কালা ভুনা, যেহেতু আমি চাটগাঁইয়া। চলছে ফেব্রুয়ারি মাস। আর মাত্র কয়েকদিন পরই ভালোবাসা দিবস। এ সময় রোমান্টিক সব গল্পের কাজে নিজেকে মেলে ধরেন তারকারা। তবে সাবিলা জানালেন এবারের ভালোবাসা দিবসের নাটকে দেখা মিলবে না তাঁর। তবে আসছে ঈদের বিশেষ নাটকে ঠিকই দেখা যাবে সাবিলাকে। ওটিটি ও সিনেমার কাজের আপডেটও জানিয়েছেন এ তারকা। সাবিলা বলেন, ওটিটির জন্য ভালোভালো কিছু স্ক্রিপ্ট পেয়েছি। অলরেডি দুটি কাজের কনফার্মেশন আছে। সামনে শুটিং শুরু হবে। আর বড় পর্দার জন্য সময় নিচ্ছি।