এ সময়ের প্রিয়মুখ কেয়া পায়েল। নাটক, বিজ্ঞাপনে একচেটিয়ে অভিনয় করছেন। এমন কোনো অভিনেতা নেই যার সঙ্গে তিনি জুটি বেঁধে অভিনয় করেননি। নিজেকে দর্শকপ্রিয়তায় নিয়ে গেছেন। এবার নাটকের ফাঁকে কাজ করেছেন একটি বিজ্ঞাপনে। সম্প্রতি চিত্রনায়ক নিরবের বিপরীতে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন। মজার বিষয় হচ্ছে, ২২ বছর আগের পর্দায় ঠোঁট মেলানো আইকনিক জুটি আদিল হোসেন নোবেল ও সাদিয়া ইসলাম মৌ-এর একটি বিজ্ঞাপনের রিমেকে কাজ করেছেন পায়েল-নিরব। বেশ বড় আয়োজনে নতুন এ বিজ্ঞাপনটি নির্মাণ করছেন নাট্যনির্মাতা প্রবীর রায় চৌধুরী। নতুন এ বিজ্ঞাপনটিতে পুরনো সেই গানটিই থাকছে। তবে নতুন করে গানটির রি-অ্যারেঞ্জমেন্ট করেছেন জাহিদ নীরব।