করোনা মহামারি সারা বিশ্বের মতো বাংলাদেশেও যে ব্যাপক মৃত্যু ও আক্রান্তের বিভীষিকা চালিয়ে গেছে, তা এ সময়ের মানুষ কখনো ভুলবে না। আবার শঙ্কা বাড়াচ্ছে দুই ভাইরাস। দেশে প্রথমবারের মতো জিকা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। পাঁচজনের শরীরে এ ভাইরাস মিলেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি)। বলা হয়েছে, সংগ্রহ করা নমুনা পর্যালোচনা করে তারা এ তথ্য পেয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হলে রোগীর মধ্যে নানা স্নায়বিক রোগের গুরুতর সংকট দেখা দিতে পারে। ডেঙ্গু, চিকনগুনিয়ার মতো জিকাও ছড়ায় এডিস মশার মাধ্যমে। দুশ্চিন্তার বিষয় হচ্ছে, এর লক্ষণ ডেঙ্গুর মতো হলেও ৮০ শতাংশ ক্ষেত্রে তা ধরা পড়ে না। আর এ ভাইরাস শরীরে থাকে বছরজুড়ে। জিকা আক্রান্তের সঙ্গে শারীরিক সম্পর্কের মাধ্যমেও এ রোগ সংক্রমিত হয়। জিকা আক্রান্ত হয়ে গর্ভবতী হলে অথবা গর্ভবতী জিকা আক্রান্ত হলে নানা শারীরিক ত্রুটি নিয়ে জন্ম নিতে পারে শিশু। ফলে এই বিপজ্জনক ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ জরুরি। অন্যদিকে একই সময়, নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুর খবর এলো। পাবনা-রাজশাহী-বরিশালে এ তিন হতভাগ্য মারা গেছেন। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর বলছে, বাদুড়ের মূত্র বা লালার মাধ্যমে এ ভাইরাস ছড়ায়। বাদুড় যখন খেজুরের রস খায়, মানুষ সেই রস কাঁচা খেলে আক্রান্ত হয়ে পড়ে। তারপর আক্রান্ত ব্যক্তির মাধ্যমে তার পরিবারের সদস্য, পরিচিতরা, এমনকি সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরাও আক্রান্ত হতে পারেন। নিপাহ থেকে বাঁচতে খেজুরের কাঁচা রস এবং আধখাওয়া কোনো ফল কিছুতেই খাওয়া চলবে না। সার্বিকভাবে ডেঙ্গু, জিকা বা নিপাহ ভাইরাস আক্রান্ত হওয়া থেকে রক্ষা পেতে জনসাধারণকে সচেতন থাকতে হবে। ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে সতর্কতা অবলম্বন করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব মশক নিধনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডেঙ্গুর মতোই জিকা প্রতিরোধে পদক্ষেপ নেওয়া। জিকা-নিপাহ উভয় ভাইরাস সম্পর্কেই জনসাধারণকে বিশেষভাবে সচেতন করা প্রয়োজন। পাশাপাশি এসব রোগ চিকিৎসায় হাসপাতালগুলোকে যথাযথ প্রস্তুতি নিয়ে রাখতে হবে। পর্যাপ্ত ওষুধ, সরঞ্জাম ও প্রশিক্ষিত জনবল তৈরি রাখতে হবে; যেন রোগীদের দুর্ভোগ হ্রাস এবং মৃত্যু শূন্যে নামিয়ে আনা যায়।
শিরোনাম
- ইউনূস-মোদি বৈঠক বাংলাদেশের জন্য ইতিবাচক : গোলাম পরওয়ার
- গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হোক : সালাউদ্দিন আহমেদ
- মার্কিন শুল্কারোপ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : খলিলুর রহমান
- পাঞ্জাবকে বড় ব্যবধানে হারালো রাজস্থান
- চেন্নাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি
- মিডিয়া সংস্কারে কার স্বার্থে একচোখা সুপারিশ
- গাজীপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
- শাহবাগে ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে
- শাহবাগে ফুলের দোকানে আগুন
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ইয়াসিনের পরিবারের পাশে তারেক রহমান
- শুল্ক ইস্যুতে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা
- ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের জিহাদের আহ্বান জানিয়ে ফতোয়া জারি
- যথাসময়ে আমরা নির্বাচন আদায় করে নেব : ইশরাক
- শরীরে একাধিক কোপ, ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
- অক্টোবরেই অচল ২৪ কোটি কম্পিউটার, বিকল্প কী?
- যৌন হেনস্তার অভিযোগে ‘স্কুইড গেম’ তারকার সাজা
- বিমসটেক শীর্ষ সম্মেলনে যেসব সিদ্ধান্ত গৃহীত
- মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
- মেক্সিকোতে প্রথম এইচ৫এন১ বার্ড ফ্লু রোগী শনাক্ত
- ধর্ষণের শিকার জমজ দুই বোনকে আইনি সহায়তা প্রদানের দায়িত্ব নিলেন তারেক রহমান