সাঙ্গু নদীতে উপগুপ্ত বুদ্ধ এবং মা গঙ্গাদেবীকে ফুল নিবেদনের মধ্য দিয়ে বান্দরবানে বসবাসকারী চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ফুল বিজু উৎসব শুরু হয়েছে।
চাকমারা এটিকে ফুল বিজু বলে থাকে। অন্যদিকে তঞ্চঙ্গ্যাদের কাছে এর নাম ফুল বিহু।
ফুল বিজুকে কেন্দ্র করে সকাল থেকে চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নারী, শিশু ও পুরুষ তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে কলাপাতায় ফুলের ডালি সাজিয়ে নদীর ঘাটে এসে জমায়েত হয়। পরে মোমবাতি জ্বালিয়ে নদীতে ফুলের ডালি ভাসিয়ে মঙ্গল প্রার্থনা করে।
অন্যদিকে বঙ্গাব্দ ১৪৩১-কে বিদায় জানাতে ত্রিপুরা সম্প্রদায় রবিবার ১৩ এপ্রিল তাদের বর্ষবিদায় ও বর্ষবরণ কর্মসূচি শুরু করবে। এ উপলক্ষে মারমা সম্প্রদায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা ঘটাবে সপ্তাহব্যাপী সাংগ্রাই উৎসবের।
ফুল দিতে এসে অনিল চাকমা বলেন, পুরাতন বছরের ভুলভ্রান্তির জন্য জল দেবতা উপগুপ্ত বুদ্ধ এবং মা গঙ্গাদেবীর কাছে ক্ষমা প্রার্থনা করে নতুন বছরে সুখ-শান্তি ও সমৃদ্ধি প্রাপ্তির প্রত্যাশা জানানোর জন্যই ফুল বিজু অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে শনিবার বিকালে সদর উপজেলার রেইচা উচ্চ বিদ্যালয় মাঠে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ঘিলা খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বিডিপ্রতিদিন/কবিরুল