মুন্সিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১০টায় শ্রীনগর উপজেলার দামলা মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ আলম হাওলাদারের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা তাঁতী দলের সভাপতি আশরাফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন গাজী, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল শিক্ষক নেতা মুহাম্মদ জাহাঙ্গীর খান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সম্পাদক আলমগীর আলম, নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সিগঞ্জ জেলা কমিটি সাধারণ সম্পাদক মো. জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, দপ্তর সম্পাদক রিমন হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/জামশেদ