কক্সবাজারের কুতুবদিয়ায় ছয়টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ আমজাখালীর আল আমীন বাজারে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দিবাগত রাতে বড়ঘোপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ অমজাখালী আল আমিন বাজার এলাকার মহামুদুল করিমের মুদির দোকানে আগুন লাগে। মুহুর্তের মধ্য আশেপাশের দোকান গুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের্এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুঁটে আসেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন ও কোস্ট ফাউন্ডেশনের কক্সবাজার জেলার সিনিয়র কো-অর্ডিনেটর জিয়াউল করিম চৌধুরী। পরে, কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ