কুমিল্লার মনোহরগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন, প্রকৌশলী শাহ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাসিম বিল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান পাটোয়ারি, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব জিএম আহসান উল্লাহসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সরোয়ার তুষার, উপজেলা সমবায় কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা সমাজসেবা সহকারী কর্মকর্তা রাশেদ মিয়াজী।
বিডি প্রতিদিন/এমআই