ঠাকুরগাঁওয়ে ১০০ জন অসহায় ও দুস্থের মাঝে লেপ বিতরণ করেছে জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি। রবিবার বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে এসব লেপ বিতরণ করা হয়।
লেপ বিতরণকালে উপস্থিত ছিলেন ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির আহ্বায়ক মুরাদ হোসেন, প্রেসক্লাব সভাপতি লুৎফর রহমান মিঠু, ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক শাহ জামান লাবলু, জাহাঙ্গীর আলম, রাণীশংকৈল ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি আহম্মদ হোসেন বিপ্লবসহ সমিতির অন্যান্যরা।
ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির আহ্বায়ক মুরাদ হোসেন বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের এই জেলায় শীত অনেক বেশি। একটা কম্বল দিয়ে আসলে শীত মোকাবিলা করা যায় না। আমরা জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি এই উদ্যোগ বারবার নিয়ে থাকি, আগামীতেও নেব।
বিডি প্রতিদিন/এমআই