মাগুরায় পৌরসভার পারলা এলাকায় অস্ত্রসহ বিএনপি নেতা ফরিদ হাসান খান ও তার ৮ সহযোগী গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত ১টার দিকে লেফটেন্যান্ট কর্নেল আনন্দ মোস্তফা মিশুর পরিচালনা ও মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে মাগুরা সদর আর্মি ক্যাম্প এবং ক্যাপ্টেন আর রাফিউল আহসানের নেতৃত্বে অভিযানে মোহাম্মদপুর আর্মি ক্যাম্প অংশগ্রহণ করে। এতে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ধারাল অস্ত্র এবং মাদকসহ বিএনপি নেতা ফরিদ হাসান খান ও তার ০৮ জন সহযোগীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- পারলা গ্রামের মৃত হাবিবুর রহমান খানের ছেলে ফরিদ হাসান খান (৫৬), বরুনাতৈল গ্রামের মৃত আ. খালেক বিশ্বাসের ছেলে সোহেল রেজা (৩৮), হাসপাতাল পাড়ার মৃত নুরুল হুদার ছেলে নূহু দারুল হুদা (৫৯), শ্রীপুর উপজেলার রাখেরা গ্রামের আ. রউফ মোল্ল্যার ছেলে আইনূল হোসাইন (৪৪), আবালপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে আব্দুল জলিল জুয়েল (৩৫), শহরের ভায়না এলাকার মৃত কাজী আনারুল হকের ছেলে কাজী আরিফুল হক পাভেল (৪৫), সদরের লাল মিয়া শেখের ছেলে শাহিন শেখ (২৮), পটুয়াখালী সদরের জামুরা গ্রামের আ. মালেক খানের ছেলে ইলিয়াছ খান (৩৩) এবং ঢাকার মোহাম্মদপুর আদাবর থানার নুরুল আলমের ছেলে সৈয়দ খায়রুল আলম শাওন (৪৮)।
অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চাইনিজ পিস্তল ১টি, ম্যাগাজিন ১টি, ওয়ান শুটার গান ২টি, ওয়ান শুটার গান অ্যামুনিশন ৪টি, এয়ার গান ১টি, এয়ার গান অ্যামুনিশন ২৬৪ রাউন্ড, ২২ অ্যামুনিশন ৭ রাউন্ড, পিস্তল অ্যামুনিশন ১ রাউন্ড, চাইনিজ কুড়াল ২টি, চাপাতি ৬টি, মদ ২ বোতল (কেরু অ্যান্ড কোং), নগদ অর্থ ১,৪৫,০০০ টাকা ও মোবাইল– ১১টি। গ্রেফতারকৃত আসামিদেরকে জব্দকৃত মালামালসহ মাগুরা সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, ফরিদ হাসান খানের নামে বর্তমানে মাগুরা সদর এলাকায় অস্ত্র প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি, লুটপাট, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগ আছে।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল