গাজীপুরে বালু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে গেলে ভিতরে আটকা পড়ে চালক অপু (৪০) আহত হয়েছেন। তিনি পটুয়াখালী জেলা সদর উপজেলার সোলাপারা গ্রামের বাসিন্দা।
রবিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সিটি করপোরেশনের কোনাবাড়ী বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
কোনাবাড়ী মর্ডাণ ফায়ার স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, রবিবার ভোর সাড়ে ৫ টার চন্দ্রা থেকে বালু বোঝাই একটি ট্রাক কোনাবাড়ী বাইমাইল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপরে উঠে যায়। এসময় ভিতরে আটকা পড়ে ট্রাক চালক অপু আহত হয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডাণ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে চালককে উদ্ধার করে। আহত অবস্থায় তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই সড়কে যানবাহন চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন