পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে এবার ভেসে এলো মৃত একটি সামুদ্রিক কচ্ছপ। প্রায় ১ মণ ওজনের কচ্ছপটির পিঠ লালচে বাদামি এবং পেটের চামড়া হলুদ। রবিবার বিকালে লেম্বুর বন সংলগ্ন সৈকতে এটা দেখতে পায় স্থানীয়রা। মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, খবর পেয়ে বনকর্মীদের পাঠানো হয়েছে। যাতে দুর্ঘন্ধ না ছড়ায়, সে জন্য মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কুয়াকাটাবাসীর সভাপতি হাফিজুর রহমান আকাশ জানান, কচ্ছটির বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। স্থানীয়রা জানায়, এটি জেলেদের জালে আটকে গভীর সাগরে মারা যায়। পরে জোয়ারের সময় স্রোতের টানে ভেসে তীরে আসে।