নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় মাটি খুঁড়ার সময় মাটিচাপা পড়ে আরাফুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল বিকালে ফতুল্লা ইউনিয়ন পরিষদ সংলগ্ন দৃপ্তি ডাইংয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- রাকিব, হৃদয় ও সোহেল। তাদের খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি শরিফুল ইসলাম বলেন, নিহত শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।