বাগেরহাটের কচুয়া উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রিপন শেখ (২৬) নামে এক ভ্যানচালককে আটক করে গাছে ঝুলিয়ে গণধোলাই দিয়েছে উত্তেজিত জনতা। খবর পেয়ে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। শুক্রবার সন্ধ্যায় কচুয়া উপজেলার বাঁধাল ইউনিয়নের রঘুদত্তকাঠী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা কচুয়া থানায় মামলা করেন। গ্রেপ্তার রিপন একই এলাকার আলতাফ শেখের ছেলে।
স্থানীয়রা জানান, রঘুদত্তকাঠী এলাকায় শুক্রবার সন্ধ্যায় ভুট্টা খেতে কান্নার শব্দ শুনতে পান শিশুটির বাবা। পরে কাছে গিয়ে দেখতে পান তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করছে ভ্যানচালক রিপন। এ সময় তার চিৎকারে উত্তেজিত জনতা রিপনকে গাছে ঝুলিয়ে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
কচুয়া থানার ওসি রাশেদুল আলম জানান, শিশুর বাবা বাদী হয়ে ভ্যানচালক রিপন শেখকে আসামি করে মামলা করেছেন।
গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।