কুমিল্লার চান্দিনায় বকেয়া বেতন দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন তৈরি পোশাক শ্রমিকরা। এক ঘণ্টার বেশি সময় অবরোধে মহাসড়কের উভয় পাশে ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের চান্দিনা উপজেলার পশ্চিম বেলাশহর এলাকায় এ অবরোধ করেন বেলাশহর এলাকার ‘ডেনিম প্রসেসিং প্লান্ট’ নামে একটি গার্মেন্টের শ্রমিকরা। প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করেন তারা। বিকালে যান চলাচল স্বাভাবিক হয়। ডেনিম প্রসেসিং প্লান্টের একাধিক শ্রমিক জানান, দুই মাস আমাদের বেতন দিশ্রেণ না মালিকপক্ষ। দুই মাসের বেতন কারও ৩০, কারও ৪০ হাজার বকেয়া। ফেব্রুয়ারিতে আমাদের মাত্র ৬ হাজার টাকা দিয়েছে। এতে ঘর ভাড়া দেওয়া থাক দূরের কথা ভাত পর্যন্ত খেতে পারছি না। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির এসআই মনিরুল ইসলাম জানান, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বেতন-ভাতা পরিশোধের আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে দাঁড়ায়। অবরোধে যানজট দীর্ঘ হয়।