পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। খাগড়াছড়িতে পিকনিক বাস ও ট্রাক সংঘর্ষে আহত হয়েছেন ১৫ জন। প্রতিনিধিদের পাঠানো খবর-
নাটোর : গুরুদাসপুর উপজেলার হাটিকুমরুল মহাসড়ক এলাকায় ঘন কুয়াশায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। নয়াবাজার এলাকায় গতকাল সকালে দুই ট্রাকের সংঘর্ষে শাহিন আলম নামে ট্রাকের এক যাত্রী এবং ভোরে দশ নম্বর ব্রিজ এলাকায় বাসচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়।
রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় মারা গেছেন মাজেদা বেগম (৫০) নামে এক নারী। ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদা নরসিংদীর মোতালিবের স্ত্রী। এদিকে ঢাকার কাছে ডেমরায় সড়ক দুর্ঘটনায় হৃদয় নামে এক কাভার্ড ভ্যানের চালক নিহত হয়েছেন। হৃদয় টাঙ্গাইল জেলার ফরহাদ খানের ছেলে।
রাজবাড়ী : পাংশায় বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাসেল মন্ডল (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত রাসেল মৌরাট ইউনিয়নের বক্কার মন্ডলের ছেলে।
গোপালগঞ্জে : ব্যাটারিচালিত ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত ও আহত হয়েছেন চারজন। নিহত মোটরসাইকেল চালকের নাম ইউসুফ খান (২৫)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া পূর্বপাড়া গ্রামের ফারুক খানের ছেলে।
গাইবান্ধা : পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসচাপায় সাবিক মিয়া (২০) নামে রিকশাভ্যানচালক এক যুবক নিহত হয়েছেন। নিহত রিকশাভ্যানচালক সাকিব পলাশবাড়ী পৌরসভার শিবরামপুর এলাকার আনারুল ইসলামের ছেলে।
খাগড়াছড়ি : খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়িতে গতকাল পিকনিক বাস ও ট্রাকের সংঘর্ষে বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।