ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেন, প্রশ্নফাঁস কান্ডে আলোচিত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. খাইরুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। দুদকের পৃথক তিনটি আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেনের (গালিব) আদালত এই আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম স্ত্রীসহ নিক্সন চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ বলা হয়, নিক্সন দম্পতি গোপনে দেশত্যাগের
চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা আবশ্যক।
তাদের ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং প্রায় সাড়ে ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ৯ জানুয়ারি দুটি মামলা করে দুদক।
প্রশ্নফাঁস কান্ডে আবেদ আলীর দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আল আমিন। আবেদনে বলা হয়, আবেদ আলীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। তদন্তের স্বার্থে বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ প্রদান একান্ত প্রয়োজন। গত বছরের ৮ জুলাই আবেদকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
খাইরুলের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক (মানি লন্ডারিং) এস এম মামুনুর রশীদ। আবেদনে উল্লেখ করা হয়, খাইরুলের বিরুদ্ধে ভুয়া সম্পত্তি জামানত রেখে বেসিক ব্যাংকের কারওয়ান বাজার শাখা থেকে ১০ কোটি টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ অনুসন্ধান চলছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পালানোর চেষ্টা করছেন।