টেকনাফে হ্নীলার নাফ নদ সংলগ্ন চৌধুরীপাড়া এলাকা থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান দুই কারবারি।
টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এ তথ্য জানান।
নাফ নদের তীরবর্তী চৌধুরীপাড়া দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে আসতে পারে- এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয় বিজিবি। দুজন ব্যক্তি নাফ নদের অপর তীর থেকে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের দিকে সাঁতরে পার হয়ে দুটি ব্যাগ কাঁধে বেড়িবাঁধ হয়ে চৌধুরীপাড়া গ্রামের দিকে অগ্রসর হলে ওতপেতে থাকা বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা দ্রুত পালিয়ে যান।
পরে ওই এলাকায় অনুসন্ধান চালিয়ে মাদক কারবারিদের ফেলে যাওয়া দুটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।