চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) দিবাগত রাতে বহদ্দারহাট কাঁচা বাজারের হক মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মানিক (৪৫), মো. তৌহিদুল ইসলাম তানভীর (২০), নজরুল ইসলাম প্রকাশ নাজু মিয়া (২৬) ও মোহাম্মদ শুভ (২৩)।
চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা জব্দ করা হয়। মামলা দায়েরের পর রবিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এএম