ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অজ্ঞাতনামা (৩৫) এক নারীর ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে মহাসড়কের চট্টগ্রামের মীরসরাই অংশের ঠাকুরদীঘি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাতনামা (৩৫) নারীর লাশ উদ্ধার করা হয়। সড়ক দূর্ঘটনায় কবলে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত পরিচয় নিশ্চিত হওয়ার জন্য কাজ করছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম