চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় হাতির আক্রমনে আবু ছিদ্দিক (৪৫) নামের এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার পুইছড়ি ইউনিয়নের পাহাড়ী এলাকায় কাঠ সংগ্রহ করতে গিয়ে তাঁর মৃত্যু হয়। নিহত ছিদ্দিক ওই ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।
বাঁশখালীর জলদী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, শুক্রবার সকালে পুইছড়ি পূর্ব পাহাড়ে কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির আক্রমণের শিকার হন আবু ছিদ্দিক। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এলাকায় নিয়ে আসে।
বিডি প্রতিদিন/এএম