চট্টগ্রামের মীরসরাইয়ে চারটি যানবাহনের সংঘর্ষে সুমন হাওলাদার (৩৫) ও সোহাগ (৩৫) নামে দুই যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছেন। আহতের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের মিঠাছরা বাজারের ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন শাহরিয়া (১৮), শারমিলা (১৬), রোমেলা (১২), উম্মে ছালমা (১৬), আলমিয়া (১৪), মারিয়া (১৫), কামরুজ্জমান (৪২), আবদুর রশিদ (৫০), আয়েশা আক্তার (৪২), মিজান উদ্দিন (৬৩)। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সরকার আব্দুল্লাহ আল নোমান বলেন, বৃহস্পতিবার মহাসড়কের মিঠাছরা বাজার এলাকায় চারটি গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ঘটনায় আহত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। গাড়ি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানায়, খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে মহাসড়কের উভয়পাশে প্রায় তিন কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে চলাচল স্বাভাবিক করে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ