চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শিবচতুর্দশী মেলায় দুই তীর্থযাত্রী মারা গেছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় মেলার দ্বিতীয় দিন এ ঘটনা ঘটে। তবে রাত ৮টা পর্যন্ত পুলিশ নিহত দুজনের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।
দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান জানান, মৃত্যুর খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টদের সহায়তায় পাহাড়ের চূড়া থেকে তাদের লাশ নিচে নামানো হয়েছে। নিহতদের একজন পুরুষ ও অন্যজন নারী। তাদের পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে।
অত্যধিক গরমের কারণে হিটস্ট্রোকে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সংশ্লিষ্টরা। পরিবারের খোঁজ পাওয়ার আগ পর্যন্ত তাদের লাশ মর্গে রাখা হবে।