চট্টগ্রাম নগরের বহদ্দার হাট এলাকায় অভিযান পরিচালনা করে চারটি দোকানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইমরান-মাহমুদ-ডালিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম বলেন, মোবাইল কোর্ট পরিচালনাকালে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড ব্যবহার করে বিক্রয় করার অপরাধে এবং মূল্য তালিকা হালনাগাদ না থাকা ও ক্রয় রশিদ দেখাতে না পারায় ৪ মামলায় ২৫ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়।
বিডি প্রতিদিন/এএ