চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকা থেকে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৭টায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালীর জেলার সদর থানার বাসিন্দা ফখরুল ইসলাম (৩০), চাটখীল থানার বাসিন্দা মো. মানিক (২৮), চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার বাসিন্দা মো. শাহীন (১৯) ও খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার বাসিন্দা মো. জাহাঙ্গীর (৩৬)। তারা সকলে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় থাকতেন।
চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বহদ্দারহাট এলাকা থেকে ছিনতাইকারী চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আশপাশের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বুধবার সকালে তারা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলো। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম