চট্টগ্রামের লোহাগাড়া ও হাটহাজারী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মো. শাকিব (১৯) ও রামপ্রসাদ দাস (৫০) নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে ও শনিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে শাকিব মোটর সাইকেল আরোহী ছিলেন। অন্যদিকে রামপ্রসাদ সিএনজি অটোরিকশার চালক ছিলেন।
নিহত শাকিব লোহাগাড়া সদর ইউনিয়নের বাসিন্দা। ওই ইউনিয়নের ইউপি সদস্য মো. জাফর আহমদ জানান, রবিবার দুপুরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ ইউনিয়নের রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে শাকিবের মোটরসাইকেলকে পিছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে সে গুরত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। চমেকে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে রাউজান গহিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. আসাদ জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের মিস্ত্রিঘাটা এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে বেপরোয়া গতির বালিবোঝাই একটি ড্রামট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক রামপ্রসাদ দাস প্রাণ হারান। তিনি হাটহাজারীর স্থানীয় বাসিন্দা। পুলিশ ইতিমধ্যে ঘাতক ট্রাক ও দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম