চট্টগ্রাম নগরীর ফলমন্ডি এলাকা থেকে ওমর ফারুক নামে ১১ বছর বয়সী হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
সোমবার এ শিশুকে তার বাবার কাছে তুলে দিয়েছে পুলিশ। ওমর ফারুক ঢাকার আবদুচ ছোবহান খানের সন্তান। তারা দক্ষিণ কাট্টলী এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক বলেন, ‘নগরীর বিআরটিসি ফলমন্ড এলাকায় এক শিশু কান্নাকাটি করছিল। সেখান থেকে এক ব্যক্তি তাকে থানায় নিয়ে আসে। পরে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ নিয়ে পরিবারের সাথে যোগাযোগ করি। এরপর
আজ তার বাবার কাছে তুলে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ