চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল ও বিদেশী মদসহ চার জনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি। অভিযানের সময় মাদক পরিবহনের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সাইফুল ইসলাম (৩২), শহীদুল ইসলাম (২৪), সুজা উদ্দীন (২৪) ও হাবিবুর রহমান (৩৭)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চোরাই পথে মিয়ানমার থেকে আমদানি নিষিদ্ধ বিয়ার সংগ্রহ করে সেগুলো পাইকারি ও খুচরায় বিক্রি করে আসছে। রবিবার দিনে ও রাতে জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম