চট্টগ্রাম নগরীর চকবাজার থানার আমীরবাগ আবাসিক এলাকায় সরোয়ার আলম খানের বাসা থেকে ১৫০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এ চুরির ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যা ৭টায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন সরোয়ার।
চকবাজার থানার ওসি মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর বলেন, ‘উনারা ১৫০ ভরি বলেছেন, আমরা খতিয়ে দেখছি। এ ব্যাপারে আমরা কাজ করছি। যার বাসায় চুরি হয়েছে তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে বাসার সিসিটিভি ফুটেজ দেখে চোরদের শনাক্ত করে গ্রেফতারে কাজ শুরু করেছে পুলিশ।’
সরোয়ার আলম খানের অভিযোগ, চার ভাইবোনসহ তার নিজের স্বর্ণ মিলিয়ে ১৫০ ভরি স্বর্ণ তার বাসায় ছিল। শুক্রবার রাতে তিনি বাসায় একা ছিলেন। রাত তিনটার দিকে বাসার পিছনের বেলকনির গ্রিল কেটে তিনজন চোর বাসায় প্রবেশ করে। বাসায় থাকা আনুমানিক ১৫০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
বিডি প্রতিদিন/এএম