চট্টগ্রামে বাঁশখালীর কালীপুর ও সাধনপুর ইউনিয়নের সীমান্তবর্তী গোয়ালকাটা পূর্ব পাহাড়ি এলাকায় জমিতে নেমে তাণ্ডব চালিয়েছে বন্য হাতির দল। বুধবার রাতে পাহাড় থেকে নেমে আসা ১২-১৫টি হাতি প্রায় ৫০ একর জমির ফসল নষ্ট করে দেয়।
পূর্ব গুনাগরী এলাকার স্থানীয়রা বলেন, গত বুধবার গভীর রাতে হাতির দল জমিতে নেমে এসে রাতভর তাণ্ডব চালায়। এতে বিভিন্ন ফসল ও সবজির বাগান নষ্ট হয়ে গেছে। এর আগে গত সোমবার দিবাগত রাতে ও মঙ্গলবার ভোরে হাতির দল সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম উত্তর পাড়া এলাকার কিছু বাড়িতে হাতির তাণ্ডবে বাড়ি ক্ষতিগ্রস্ত এবং অনেকের গাছপালা-ক্ষেতখামার নষ্ট হয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, হাতি নেমে জমির ফসল নষ্ট করার বিষয়টি আমরা জেনেছি। এ ব্যাপারে বন কর্মকর্তার সঙ্গেও কথা হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়টা বিস্তারিত জানা হবে। তাছাড়া, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আবেদন করলে সরকারি সহায়তা পাবেন।
জানা যায়, বন-জঙ্গলে হাতির খাদ্যের ব্যাপক অভাব দেখা দিয়েছে। তাছাড়া নানা কারণে হাতিকে পাহাড়ে রাখার পরিবেশও ক্রমশ নষ্ট হচ্ছে। তাই হাতি পাহাড়ে থাকার পরিবেশ নষ্ট এবং খাবারের চাহিদা মেটাতে পেরে তারা লোকালয়ে চলে আসে।
বিডি প্রতিদিন/এমআই