চট্টগ্রামের চান্দগাঁওয়ে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের স্বীকারোক্তি অনুসারে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় চান্দগাঁও থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।
জানা যায়, চান্দগাঁও এককিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য গোলামুর রহমান প্রকাশ মনা নামে ২৮ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর চান্দগাঁও থানাধীন সিএন্ডবি এলাকায় অভিযান পরিচালনা করে আসামির দেখানো পথে অনুসরণ করে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এএ