চট্টগ্রামে হত্যা মামলার আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, সাহেদ আলম (৩৭) ও শফিউল আলম (৪৯)।
সোমবার পৃথক অভিযান তাদের গ্রেফতার করে বায়েজিদ থানা পুলিশ ও বোয়ালখালী থানা পুলিশ।
বায়েজিদ থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, আতুরারডিপো মুন্সেফ আলী বাড়ীর আইয়ুব আলীকে গত ৮ জানুয়ারি মারধর করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় সাহেদ আলম। এরপর গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ময়মনসিংহের মুক্তাগাছা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
বোয়ালখালী থানার ওসি আসহাব উদ্দীন বলেন, ২০ লিটার চোলাই মদসহ শফিউল আলমকে রবিবার দিবাগত রাতে সর্দার পাড়া এলাকায় মদ বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল