চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চন্দনপুরা এলাকার একটি দশতলা ভবন থেকে পড়ে মোনাম সামাদ তাহমীন (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার চন্দনপুরা পশ্চিম গলিতে এ দুর্ঘটনা ঘটে। তাহমীন মাদারবাড়ি সিটি গালর্স হাইস্কুলে নবম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম হায়দার আলী।
চকবাজার থানার ওসি ওয়ালী উদ্দীন আকবর বলেন, চন্দনপুরা এলাকায় ১০ তলা একটি ভবন থেকে পড়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ সুরতহাল শেষ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম