নগরীর পাহাড়তলীর আবাসিক থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম আবদুল জব্বার (২৮)। সে খুলশী থানার বাসিন্দা। সোমবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।
খুলশী থানার ওসি নেয়াত উল্লাহ বলেন, বাকলিয়া থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবদুল জব্বার দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ