চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় ট্রেনে কাটা পড়ে মিজানুর রহমান (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে চান্দগাঁওয়ের বাহির সিগনাল এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহত মিজানুর রহমান ভোলার বাসিন্দা বলে জানা গেছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এস এম শহীদুল ইসলাম জানান, রেললাইন পার হওয়ার সময় কক্সবাজার থেকে আসা একটি ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে মিজানুরের মৃত্যু হয়েছে। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম