চট্টগ্রামের খুলশী থানার ঝাউতলা এলাকায় নিজেদের মধ্যে বিবাদের সূত্র ধরে অটোরিকশা চালক মো. বেলাল খুনের ঘটনায় মো. রায়হান (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত তিনটার দিকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। রায়হান ঝাউতলার নালাপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
খুলশী থানার ওসি নেয়ামত উল্লাহ জানান, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুটি পক্ষের মারামারিতে বেলাল খুন হয়। পরে রাতেই অভিযান চালিয়ে রায়হানকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। ঘটনার সাথে আরো যারা জড়িত আছে তাদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
বিডি প্রতিদিন/এএম