চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার একটি ইয়াবার মামলায় মো. সেন্টু (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ নারগিস আক্তারের আদালত এই রায় দেন।
মো. সেন্টু কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার দেওগুর এলাকার সোহরাবের ছেলে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন, পরে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহম্মেদ বলেন, ১১ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মো. সেন্টুকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৭ জুলাই নগরের বাকলিয়া থানার রাহাত্তাপুল এলাকা থেকে মো. সেন্টুকে ২৪ হাজার ২ শত পিস ইয়াবাসহ গ্রেফতার করে র্যাব-৭। এ ঘটনায় র্যাব-৭ এর তৎকালীন ডিএডি আব্দুল্লাহ আল মামুদ বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দিলে ২০২২ সালের ৮ মার্চ অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়।
বিডি প্রতিদিন/আরাফাত