চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিছের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে অনাস্থা প্রকাশ করেছেন ইউনিয়নের ৯ জন সদস্য (মেম্বার)। এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক, আনোয়ারা উপজেলার ইউএনওর কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। ফলে জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
আনোয়ারা উপজেলার ইউএনও ইশতিয়াক ইমন বলেন, চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিসের বিরুদ্ধে একটি অনাস্থা প্রস্তাব হাতে পেয়েছি। বিষয়টির সত্যতা তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত দুই বছর ধরে চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস মাসিক সভাসহ সকল ধরনের কার্যক্রম বন্ধ রেখেছেন। পরিষদের সভা না করেই সভার ভুয়া রেজুলেশন প্রদর্শন এবং সদস্যদের জোরপূর্বক স্বাক্ষর করিয়ে কাজ না করেই কাগজে-কলমে উন্নয়ন কাজ দেখিয়ে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করে আসছেন। টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দকৃত অর্থ কোনো কাজ না করেই একই কায়দায় আত্মসাৎ করে আসছেন। বিধি-বহির্ভূতভাবে একই বছর একই স্থান দেখিয়ে এলজি এসপি ও হতদরিদ্রদের ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচি (কর্মসৃজন) প্রকল্প দিয়ে কাজ না করেই বরাদ্দের অর্থ আত্মসাৎ করেছেন। অনাস্থা প্রস্তাবে সাক্ষর করে ইউপি সদস্য কপিল উদ্দীন বাবু, আবছার উদ্দীন, মোহাম্মদ মফিজ, মোহাম্মদ নুরুন্নবী, ইমরান হোসেন চৌধুরী রনি, ফরিদুল আলম, রুবি আকতারসহ অন্য সদস্যদের সমর্থন রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম