চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জমিতে ঘাস কাটাকে কেন্দ্র করে আবদুল মান্নান নামের সাবেক এক ইউপি সদস্যকে বন্ধুক নিয়ে তাড়া করার জেরে চার যুবককে গণপিটুনি দিয়েছে জনতা। শনিবার সাতকানিয়ার কেঁওচিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
গণপিটুনির শিকার চার যুবক হলেন- ফয়সাল উদ্দিন, মোহাম্মদ সানজিদ, শাহাদাত হোসেন মিশু, জাসেদ বিন সাদেক৷ উত্তেজিত জনতা গনপিটুনির পর চারজনকে পুলিশের হাতে সোপর্দ করেছে।
সাতকানিয়া থানার এসআই আবু বক্কর জানান, আবদুল মান্নানকে না জানিয়ে শাহাদাত তার জমির ঘাস কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। ঘাস কাটতে না দেওয়ায় শাহাদাত মান্নানকে গুলি করার হুমকি দেয়। কিছুক্ষণ পর শাহাদাত অস্ত্রশস্ত্রসহ ১০-১২ জনকে নিয়ে মান্নানকে তাড়া করে।
পরে স্থানীয়রা তাদের মধ্যে চারজনকে ধরে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
বিডিপ্রতিদিন/কবিরুল