চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে মমতাজ বেগম (৫০) ও জাকির হোসেন (৩৮) নামে দুই দালালকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, দুপুরে হাসপাতালের তৃতীয় তলা ১৭নং কিডনি ওয়ার্ডের সামনে থেকে জাকির হোসেন নামের এক দালালকে আটক করা হয়। তার বাড়ি কক্সবাজার জেলার ঈদগাও থানার জাগির পাড়ায়। তিনি বর্তমানে নগরের
খুলশী থানাধীন আল ফালাহ গলিতে থাকেন। তাছাড়া, দুপুরে হাসপাতালের নিচতলা ন্যায্যমূল্যের ওষুধ দোকানের সামনে থেকে মমতাজ বেগম নামের এক মহিলা দালাল গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি আনোয়ারা উপজেলার বটতলী গ্রামের নুর পাড়া। বর্তমানে তিনি নগরের বায়েজিদ থানাধীন রৌফাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকেন।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, হাসপাতাল থেকে দুপুরে দুইজন দালালকে গ্রেফতার করা হয়। গ্রেফাতরের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নিতে আদালতে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম