চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা গণতন্ত্র পেয়েছিলাম। দেশের মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছিল। কিন্তু সেই গণতন্ত্র ও অধিকার আজ ভূলুণ্ঠিত।
বৃহস্পতিবার নগরীর কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভায় এ কথা বলেন।
ডা. শাহাদাত বলেন, বেগম খালেদা জিয়া আজ গৃহবন্দী, সঠিক চিকিৎসা পাচ্ছে না। দেশে আজ ভোটাধিকার ও গণতন্ত্র নেই। বিএনপি দীর্ঘকাল ধরে গণতন্ত্রের আন্দোলন করছে৷ এই পরিস্থিতি থেকে দেশ ও জনগণকে মুক্ত করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এএম নাজিম উদ্দীন, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, সদস্য হারুন জামান, মাহবুব আলম, আরইউ চৌধুরী শাহীন, আনোয়ার হোসেন লিপু, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, মন্জুর রহমান চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ূন, মো. সেকান্দর, জাকির হোসেন, হাজী বাদশা মিয়া, গিয়াস উদ্দিন ভূইয়া, কেন্দ্রীয় ড্যাবের সহ সাংগঠনিক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম, মো. ইদ্রিস আলী, মোহাম্মদ জাকির হোসেন, এমদাদুল হক বাদশা প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল