চট্টগ্রাম নগরে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স বিহীন বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অনুমোদন না নিয়ে কেবিনে রোগী ভর্তি করে চিকিৎসা দেওয়ায় দুইটি ফিজিওথেরাপি এন্ড নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টারকে ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেয়া হয়।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মহিউদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. ওয়াজেদ চৌধুরী।
বন্ধ করে দেয়া প্রতিষ্ঠান দুইটি হলো- পাঁচলাইশ এলাকার প্রচেষ্টা ফিজিওথেরাপি এন্ড নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টার এবং চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি এন্ড নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টার।
স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ছাড়া রোগী ভর্তি করে চিকিৎসা দেওয়ার দায়ে প্রতিষ্ঠানটি ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয়া হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ