চট্টগ্রাম মহানগর যুবদলের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ও সোমবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মহানগর যুবদলের দফতর সম্পাদক মুহাম্মদ সাগির বলেন, মঙ্গলবার বিকেলে মহানগর যুবদলের যুগ্ম-সম্পাদক সেলিম উদ্দিন রাসেলকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। এছাড়া সোমবার রাতে চান্দগাঁও যুবদলের নেতা মোহাম্মদ সাইমন ও রায়হান আলমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করছে যুবদল।
বিডি প্রতিদিন/এএম