চট্টগ্রাম নগরীর দক্ষিণ পতেঙ্গা এলাকায় মো. সাকিব (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত সাকিব স্থানীয় ইয়াকুব আলীর সন্তান। মঙ্গলবার পতেঙ্গা থানার ডেইলপাড়া আকবরের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সাকিবের বাবা ইয়াকুব আলী বলেন, নির্বাচনের পরে আমার ছেলেকে হুমকি দিয়েছে, যার কারণে সে আত্মহত্যা করেছে। হুমকি কে দিয়েছে তাকে জিজ্ঞেস করলেও বলেনি। শুধু বলতো আমরা এখান থেকে চলে যাই। সে আমার বোনের বাড়িতে যাওয়ার জন্য পাগলামি করেছিল। ওর মাও বলেছে- তুই কোথাও যাস না, মরলে সবাই একসাথে মরবো।
পতেঙ্গা থানার ওসি কবির হোসেন বলেন, মৃত্যুর রহস্য তদন্ত সাপেক্ষে জানানো হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবার এখনো কোন অভিযোগ করেনি।
বিডি প্রতিদিন/এএম