চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ২ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন-আবু তাহের ও মুন্সি আজমীর হোসেন।
মঙ্গলবার দুপুরে নগরীর চান্দগাঁও থানাধীন কালুঘাট এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবীর বলেন, মঙ্গলবার দুপুরে কালুরঘাট ফেরীঘাট প্রবেশ মুখে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের দেহ তল্লাশি করে ২ হাজার ৭০০ পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই